শায়েস্তাগঞ্জে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দিনব্যাপী এ জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি ও ক্রীড়া সংগঠকদের সম্মাননা, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিলে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মুখছিল মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বুলবুল খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা প্রানেশ চন্দ্র দত্ত, প্রাণিসম্পদ কর্মকর্তা রমাপদ দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, প্রধান শিক্ষক আদিদুর রহমান, থানার এসআই মো. মফিদুল হক, তহসিলদার সিরাজুল ইসলাম।

বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ এবাদুল হক শাহীন, মেম্বার শামীমুর রহমান শামীম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আছকির মিয়া, মহিলা নেত্রী সেলিনা আক্তার, আওয়ামী লীগ নেতা আব্দুস শহীদ প্রমুখ।

এছাড়া সাংবাদিক, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মামুন/হবি

Print Friendly

Related Posts