ধামরাইয়ে লকডাউন অমান্য, এক লক্ষ পনের হাজার টাকা জরিমানা

মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে বিধিনিষেধ অমান্য  করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৫টি মামলায় ১ লক্ষ ১৫ হাজার ৮ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ৭ আগস্ট এ জরিমানা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল ইসলাম।

এসময় লকডাউনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ধামরাই বাজারের রোবানা ইলেকট্রনিক্স কে  ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি অমান্য করে ঘুরাঘুরি করায় কয়েকজনকে জরিমানা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি মামলায় জরিমানা করা হয়  ১ লক্ষ ১৫ হাজার ৮ শত টাকা। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর লকডাউন পালন করা হচ্ছে লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে এ অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly

Related Posts