ধামরাইয়ে গণটিকা কার্যক্রমে টিকা প্রত্যাশিদের ভিড়

মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে কোভিড- ১৯ গণটিকা একযুগে পৌর সভা সহ ১৬ টি ইউনিয়নে কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার সকাল ৯ টায় পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে  স্থানীয় এমপি বেনজীর আহমদ ভার্চুয়ালি ধামরাই পৌর চত্বর থেকে এ ক্যম্পেইনের উদ্বোধন করেন।

সকাল থেকেই ধামরাই পৌরসভা সহ ১৬ টা ইউনিয়নে সব বয়সের টিকা প্রত্যাশিতদের ভীর লক্ষ করা গেছে।তবে এখন নারী ও বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে। তবে সুতিপাড়া ও যাদবপুর ইউনিয়নে চেয়ারম্যানদের টিকা প্রত্যাশিদের ভিন্ন রকম সেবা দিতে দেখা গেছে।

সুতিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা জানান, আমার ইউনিয়ন পরিষদে শুধু মাত্র এন আইডি কার্ড নিয়ে আসলেই পরিষদের মাধ্যমে নিবন্ধন করে টিকা দিচ্চি।তবে আমরা সরকারের সিন্ধান্ত অনুয়ায়ী এখন শুধু মাত্র নারী ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে।

অপর দিকে যাদবপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত  চেয়ারম্যান আয়ুব আলী ইসাহাক আলী বলেন,আমরা টিকা নিতে আসা সকলের জন্য  বসার ব্যবস্থা করেছি।এবং সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে এ গণ টিকা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন  মোহাম্মদ হাই জকি, এনএনএস – ডিপিএম ডাঃ নন্দলাল সুত্রধর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান ডাঃ নুর রিফফাত আরা, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিক রহমান সরকারি বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র গোলাম কবির  জানান, সরকারি স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল ভাবে পৌরসভার বিভিন্ন ওযার্ডের প্রায় এক হাজার ব্যাক্তিকে কোভিড টিকা দেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা জানান উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ৬শত করে মোট ১০ হাজার দুইশত ব্যাক্তিকে ভ্যাকসিন দেয়া হবে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, সারাদেশের ন্যায় ধামরাই উপজেলায় আজ একযোগে ১৭ টি কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকলকে এ টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts