আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: সারা দেশের মতো টাঙ্গাইলের বাসাইল পৌরসভাসহ ও ৬টি কেন্দ্রে ১৮টি বুথে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল নয়টায় উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়।উপজেলার ৬টি কেন্দ্রে ১৮ টি বুথে ৩ হাজার ৬০০ টিকা দেওয়া হবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম(জোয়াহের)।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহদাত হোসেন খান,বাসাইল থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টার,বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশীদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান,কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক সহ প্রমুখ।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ করা যায়। সকলেই মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন। সারাদেশের হাসপাতালগুলোতে টিকা কার্যক্রম শুরু হলে গ্রামের মানুষের টিকা নিতে আগ্রহ অনেকটাই ছিল না। তাদের মধ্যে একধরনের ভীতি ছিল। আজ প্রত্তন্ত গ্রামের গনটিকা কেন্দ্রগুলো ঘুড়ে দেখা গেছে মানুষের মাঝে সে ভীতি আর নেই। তারা সাচ্ছন্দের সাথেই টিকা গ্রহন করছেন। ঝামেলা বিহীনভাবে শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র দেখিয়ে বিনামুল্যে কোভিট-১৯ এর টিকা নেয়ার ব্যবস্থা করে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিকা গ্রহণকারীরা।