বরগুনায় করোনা উপলক্ষে গণ টিকা কার্যক্রম শুরু

ইফতেখার শাহীন: বরগুনা জেলার ৪৮ টি কেন্দ্রে গতকাল শনিবার থেকে করোনার গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯ টায় এই কার্যক্রম শুরু হয়ে শেষ হবে বিকেল ৩ টায়। এই কার্যক্রম চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।

শনিবার (৭ আগস্ট) সকালে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মোঃ সোহরাব হোসেন জেলার বিভিন্ন ইউনিয়নে এবং পৌরসভার গণটিকা প্রদান কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন, বরগুনার সিভিল সার্জন ডা: মারিয়া হাসান, সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ নিজাম উদ্দিন, বেতাগী উপজেলার ইউএনও সুহীদ সালেহীন এবং জনপ্রতিনিধিবৃন্দ।

বরগুনা জেলায় মোট ৪৮টি কেন্দ্রে করোনার গণটিকা কার্যক্রম চলছে। এর মধ্যে ৫টি কেন্দ্রে স্থায়ীভাবে করোনার টিকা প্রদান করা হবে।

Print Friendly

Related Posts