পিআইবির সহযোগী অধ্যাপক কামরুন নাহার রুমা করোনায় মারা গেছেন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশ অবজারভারের সাবেক ক্রীড়া প্রতিবেদক এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সহযোগী অধ্যাপক কামরুন নাহার রুমা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।  সোমবার (৯ আগস্ট) সকাল ৬ টায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।  তার বয়স হয়েছিল ৩৯ বছর।

কামরুন নাহার রুমার পরিবার থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে,   করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।  অবস্থার অবনতি হলে গত বুধবার তাকে হলি ফ্যামিলি হাসপাতালে আইসিইউতে এবং পরে বৃহস্পতিবার ইমপালস হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।  আজ সকালে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, কামরুন নাহার রুমার গ্রামের বাড়ি নরসিংদীতে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে।

বাংলাদেশ অবজারভারের সাবেক ক্রীড়া প্রতিবেদক, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সহযোগী অধ্যাপক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ছিলেন তিনি।

Print Friendly

Related Posts