১০ নম্বর জার্সি নিচ্ছেন না মেসি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বার্সেলোনা ছাড়ার পর লিওনেল মেসির পিএসজিতে খেলার সম্ভাবনাই সবথেকে বেশি। মেসি নিজেই রবিবার বার্সার হয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে দিয়েছেন। পিএসজিও সরকারিভাবে মেসিকে দুই বছরের চুক্তি প্রস্তাব দিয়েছে। মেসির পক্ষ থেকে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। অর্থাৎ সই শুধু সময়ের অপেক্ষা।

পিএসজি-তে গেলে এলএমটেন তার পরিচিত ১০ নম্বর জার্সিটাই পাবেন না আর। পিএসজি-তে সেই জার্সির মালিক নেইমার। ফলে মেসিকে অন্য জার্সি পরে খেলতে হবে।

পিএসজিতে মেসি কত নম্বর জার্সি পরে খেলবেন, প্যারিসের সংবাদমাধ্যম তা ফাঁস করেছে। তাদের খবর অনুযায়ী, সেখানে মেসির গায়ে উঠবে ১৯ নম্বর জার্সি। ১০ নম্বর জার্সি নেইমারের জন্যই থাকবে।

প্যারিসের অন্য একটি সংবাদমাধ্যমের খবর, মেসির জন্য নেইমার তার ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে তৈরি। মেসিকে নিজে এই প্রস্তাব দিয়েছেন নেইমার। মেসি-নেইমার বন্ধুত্বের কথা সবার জানা। সেই জায়গা থেকেই নিজের জার্সি ছাড়তে রাজি নেইমার। আর মেসিও প্রিয় বন্ধুকে ধন্যবাদ জানিয়ে বলে দিয়েছেন, ১০ নম্বর জার্সি নেইমারেরই থাকবে।

বার্সায় অভিষেকের পর প্রথম দু’ বছর মেসি ৩০ নম্বর জার্সি পরে খেলেছিলেন। ২০০৬ সালে ফার্নান্ডো নাভারো বার্সা ছাড়ার পর থেকে মেসি ১৯ নম্বর জার্সি পরে খেলতে শুরু করেন। আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও শুরুর দিকে মেসির জার্সি নম্বর ছিল ১৯।

২০০৮ সালে রোনাল্ডিনহো বার্সেলোনা ছেড়ে এসি মিলানে চলে যাওয়ার পর থেকে মেসিই ১০ নম্বর জার্সির মালিক ছিলেন। এ বার নতুন ক্লাবে তার গায়ে সম্ভবত ১৯ নম্বর জার্সি উঠতে চলেছে।

Print Friendly

Related Posts