আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ৩টি দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২১ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আইসড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত- উপজেলার আইসড়া গ্রামের হরমুজ আলী শিকদারের ছেলে তোফাজ্জল শিকদার (৫৬)। এসময় ৩টি দেশীয় অস্ত্রসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অপরদিকে, বাসাইলে ৬ গ্রাম হেরোইনসহ ময়নাল হোসেন মেম্বার (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার আইসড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত- উপজেলার আইসড়া গ্রামের নয়া মিয়ার ছেলে ময়নাল হোসেন ওরফে মেম্বার। এসময় ৬ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বাসাইলে পৃথক অভিযানে ৬ গ্রাম হেরোইন ও ৩টি দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তোফাজ্জল শিকদারে নামে বাসাইল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাল হোসেন মেম্বারের নামে বাসাইল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।