দেলদুয়ারে স্ত্রী হত্যা মামলার আসামির আত্মহত্যা

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রী হত্যা মামলার আসামি আফাজ উদ্দিন আত্মহত্যা করেছে।

রোববার দিবাগত রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার উপজেলার এলাসিন ইউনিয়নের আগ- এলাসিন গ্রামের একটি বাঁশঝারের ঝোঁপের ভেতর কাঁঠাল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আফাজ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ আগস্ট) উপজেলার আটিয়া ইউনিয়নের আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুর থেকে আফাজ উদ্দিনের স্ত্রী ভানু বেগমের (৫৫) লাশ উদ্ধার করে থানা পুলিশ।

ওই ঘটনায় ভানু বেগমের মেয়ের জামাতা আল-আমিন বাদি হয়ে স্বামী আফাজ উদ্দিনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ আফাজ উদ্দিনকে খুঁজছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক দিপু সরকার জানান, জৈনক প্রত্যক্ষদর্শী ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে আগ-এলাসিন আফাজ উদ্দিনের নিজ বাড়ীর পাশের বাঁশঝার থেকে লাশ উদ্ধার করা হয়।

 

Print Friendly, PDF & Email

Related Posts