চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে কে কার মুখোমুখি

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমের ড্র অনুষ্ঠান। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় তুরস্কের ইস্তানবুলে ড্র অনুষ্ঠিত হয়। এতে গ্রুপ ‘এ’তে লিওনেল মেসির পিএসজির মুখোমুখি হচ্ছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এ ছাড়াও গ্রুপ ‘ই’তে মেসির সাবেক ক্লাব বার্সেলোনাকে মুখোমুখি হতে হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের।

গ্রুপ পর্বে কে কার মুখোমুখি…

গ্রুপ এ : ম্যানচেস্টার সিটি, পিএসজি, আরবি লাইপজিগ, ক্লাব বুর্গ।

গ্রুপ বি : অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, এফসি পোর্তো, এসি মিলান।

গ্রুপ সি : স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকটাস।

গ্রুপ ডি : ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, শেরিফ টিরাসপোল।

গ্রুপ ই : বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডায়নামো কিয়েভ।

গ্রুপ এফ : ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আটালান্টা, ইয়াং বয়েস।

গ্রুপ জি : লিঁল, সেভিয়া, রেড বুল সলসবুর্গ, ভলফসবার্গ।

গ্রুপ এইচ : চেলসি, জুভেন্টাস, জেনিত সেন্ট পিটার্সবার্গ, মালমো।

Print Friendly

Related Posts