বরগুনায় যুবলীগ নেতাসহ ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত

ইফতেখার শাহীন: বরগুনার বুড়ীরচর ইউনিয়ন যুবলীগ আহবায়ক আবু হানিফ খোকন (৩৫)কে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পানি ব্যাবস্থাপনা কমিটির ঋন পরিশোধ নিয়ে হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র থেকে জানা যায়, সোমবার রাত ১১ টার দিকে খোকন তার বাবা ও আত্মীয় স্বজনসহ আমজেদ মার্কেট সংলগ্ন ভগ্নীপতির বাড়ীতে প্রবেশের সময় অতর্কিতে রামদা -ছেনা নিয়ে খোকনের উপর হামলা করে। এসময় বাঁধা দিতে গেলে, দূর্বৃত্তদের হামলায় খোকনের বোন, সালমা (৪৫) নাজমা (৩২), রীতা (২৫) চাচি রুশিদা (৪৫) এবং রাজিন(১৮) আহত হয়।

খোকনের বাবা, ইউনুস মৃধা জানান,পূর্ব পরিকল্পিত, মামুন, নাঈম, ফোরকান, দেলোয়ার, নজরুল সহ ১০/১৫ জন এ হামলা চালায়। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের এবং পানি ব্যাবস্থাপনা সমিতি থেকে হামলাকারীরা কয়েকলক্ষ টাকা ঋন নিয়ে তা পরিশোধ না করায় খোকনের সাথে বিরোধ হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কে, এম, তারিকুল ইসলাম বলেন, রাতে ঘটনা শোনার সাথে সাথে আমি ঘটনাস্থলে গিয়েছি। আহতদের উদ্বার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুুতি চলছিলো।

Print Friendly, PDF & Email

Related Posts