মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ধামরাই পৌর শহরে একটি অটো রাইস মিল প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ধামরাই পৌর বিএনপির সাবেক সহ সভাপতি দেওয়ান নাজিমউদ্দীন মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন,আন্দোলন ছাড়া দেশে গনতন্ত্র ফিরে আসবে না।আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।শুধু ঘরে বসে ফেসবুকে ছবি দিয়ে নেতা হওয়া যায়না তেমন ফেসবুকে ছবি দিয়ে আন্দোলন করে দেশে গনতন্ত্র ফিরে আসবে না। আগামী দিনে রাতে ভোট দেওযার দিন শেষ হবে। সেই দিন বেশি দূরে নয়।তাই আমাদের সবাইকে এখনি অক্যবদ্ধ হতে হবে।আন্দোলন করতে গেলে পুলিশ আমাদের মারবে সেই মার খেয়েও আমাদের আন্দোলন করতে হবে।একা নেতৃত্ব দেওয়া সম্ভব নয় আপনারা সবাই আমার পাশে থাকবেন।আর আমার কেউ অপ্রচারে বিভ্রান্ত হব না।
এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিনসহ অনেকে।
এসময় যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।