‘মানিকে মাগে হিতে’ (manike mage hithe)। সিংহলী ভাষার এই গানটি অত্যন্ত কম সময়ের মধ্যেই মন জয় করে নিয়েছে ইন্টারনেট দুনিয়ার। গানটি শ্রীলঙ্কার গণ্ডি পেরিয়ে মাতাচ্ছে গোটা নেটদুনিয়া।
‘মানিকে মাগে হিতে’র বাংলা অর্থ ‘তুমি আমার চোখের মণি’।
‘মানিকে মাগে হিথে মুদলে নুরা হেগুময়াইবি অ্যায়িলেয়ি’ অর্থাৎ আমার মনের সমস্ত ভাবনা তোমাকে নিয়েই চলে, এ যেন এক আগুনের শিখা, জ্বলছেই।
‘নেরিয়ে নুম্বে নাগে, মাগে নেত্তেরা মেহাইয়ায়ি শিয়েয়ি’ এর অর্থ তোমার শরীরের আকার আমি চোখে হারাই, আমি সারাক্ষণ তোমাকেই দেখি।
‘মা, হিথা লাগামা দেওয়াতেনা, হুরু পেমাকা পাতেলেনা’ লাইনগুলির বাংলা অর্থ তুমি আমার হৃদয়ের খুব কাছে, যেন অনেকদিন ধরেই তোমাকে চিনি।
‘রুয়া নারি মানামালি সুকুমালি নুম্বাথামা’ এর মানে তুমি পরীর মতো, তুমি আমার প্রিয়তম।
‘ইথিন এপা মাতানামাঙ্গু গাথা হিথা নুম্বা মাগেমা হাঙ্গু’ অর্থ তুমি আমার লুকোনো মন খুঁজে বের করেছো, আর জটিল হয়ো না।
‘আলে নুম্বাতামা ওয়ালাঙ্গু মানিকে ওয়েন্নেপা থাওয়া সুন্নাঙ্গু’ অর্থাৎ আমার এই প্রেম শুধু তোমারই জন্য।
‘গামে কাটাকারামা কেল্লা হিথা ওয়েলা নুম্ব রুয়াতা বিল্লা’ লাইনটির অর্থ এই গ্রামে তুমি সবথেকে বেশি কথা বলো, আমার মন তাতেই মজেছে।
‘নাথিন্নেথা গাথামা আল্লা মাগে হিথাথ না মাটামা মেল্লা’ অর্থাৎ তোমার চোখে যখন আমার চোখ পড়ল, আমি নিজেকে সামলাতে পারিনি।
‘কেল্পে কেক্সে ওয়েলা মাগে হিথা পাথথু ওয়েনাওয়াদা থাওয়া টিকাক’ এর অর্থ ও মেয়ে, আমার প্রাণ জ্বলছে, আরও একটু কাছে আয়।
‘কিতু মাতা পিসসু থাদাওয়েনা উইদিহাতা গাসসু’ যার অর্থ তোমার জাদু আমাকে পাগল করে দেয়।
‘ওয়া দুমু ইঙ্গিয়াতা মাত্থু বাম্বারেকি মামা থাতু ইসসু, ওয়া ওয়াতাকারাগেনা রাসসু’ মানে তুমিই আমায় ডাকছো, আমি মৌমাছি, মধুর খোঁজে আছি।
‘রথেন হিথা আরাগাথু বাম্বারা’ লাইনটির বাংলা অর্থ একমাত্র আমার সঙ্গেই তোমার থাকা উচিত।
গানটি গেয়েছেন শ্রীলঙ্কার জনপ্রিয় ইউটিউবার তথা সঙ্গীতশিল্পী ইয়োহানি। তিনি নিজেই গান লেখেন এবং গানে সুর দেন। শ্রীলঙ্কায় র্যাপার হিসেবে বেশ জনপ্রিয়তা রয়েছে তার। একাধিক স্টেজ শো ও করেছেন বছর আঠাশের এই শিল্পী। গানের পাশাপাশি ইয়োহানির মিষ্টি হাসি, তাকানোর ভঙ্গিমাও মনে গেঁথেছে নেটনাগরিকদের। ভাইরাল গানের মহিমা এতই যে বলিউড থেকেও নাকি ডাক পেয়েছেন তিনি।