ইফতেখার শাহীন: বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ‘জাতীয় অনুর্ধ্ব (১৭) বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’ এ গত ১৬ জুন বরিশাল বিভাগীয় পর্যায় বরগুনা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় রোববার বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীন।
প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড়, প্রশিক্ষক, খেলোয়াড়সহ ২১ জনকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মহিউদ্দিন মকবুল, রেফারি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জসিম উদ্দীন, প্রশিক্ষক মীর বজলুর রহমান, চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ফৈরদৌসী, হীরা প্রমূখ।
বরগুনার বালিকা ফুটবল দল জাতীয় পর্যায়ে যাতে কৃতিত্ব অর্জন করতে পারে এর জন্য জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ক্যাম্প করা হবে বলে জানান জেলা প্রশাসক।