বরিশালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

বরিশাল ব্যুরো: আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বুধবার দুপুর ১২টায় বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কে এই সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

সভায় বক্তব্য রাখেন, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর মো. গোলাম কিবরিয়া, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্য অধ্যাপক খোন্দকার অলিউল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, স্বাক্ষর বলতে বোঝায় অজ্ঞান সম্পন্ন অর্থাৎ পড়তে পারে এবং লিখতে ও হিসাব করতে পারে। মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ২১ লাখ লোককে স্বাক্ষরতা দান করা হচ্ছে। তার মধ্যে বরিশাল জেলায় ১৫-৪৫ বছর বয়সী ৫৫ হাজার ২০০ জন নিরক্ষরকে স্বাক্ষরতার আওতায় আনা হয়েছে।

Print Friendly

Related Posts