মোকাম্মেল হক মিলন: ভোলার নদীর ভাঙনের ফলে অনেক পরিবার নিঃস্ব হয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। অনেকেই নানাভাবে বিভিন্ন জায়গায় গিয়ে মাথা গোঁজার ঠাঁই নিয়েছে। কোন রকম বেঁচে আছেন তারা।
ভাঙতে ভাঙতে ভোলার মানচিত্র ছোট হয়ে আসছে। অতিসম্প্রতি ভোলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে নদীর ভাঙনের তীব্রতা বেড়েছে ।
ভাঙন প্রতিরোধে ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী শনিবার (১১ সেপ্টেম্বর) এই দু’টি ইউনিয়ন পরিদর্শন করেছেন।ভাঙন থেকে রক্ষার জন্য কিভাবে উদ্যোগ নেওয়া যায়, কিভাবে কাজ করা যায়- সেই লক্ষ্যে ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম ও ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও প্রকৌশলীরা থাকলে আরো ভালো হতো বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন । ভাঙন প্রতিরোধে ভেদুরিয়া ও ভেলুমিয়াবাসী ভোলার অভিভাবক সাবেক মন্ত্রী ও বর্তমান সাংসদ তোফায়েল আহমেদ এর হস্তক্ষেপ কামনা করছেন।
এলাকাবাসী জানান, ভেদুরিয়া ইউনিয়নে গ্যাসসহ টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থাপিত হয়েছে ।এগুলো রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে ।