দেলদুয়ারে স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী আটক

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগে তার স্বামী আটক হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার এলাসিন ইউনিয়নের নয়াচর ঋষিপাড়ায় ঘটেছে ঘটনাটি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৫ বছর আগে জেলার কালিহাতি উপজেলার সালাংগা গ্রামের দুলু চন্দ্র মনি দাসের মেয়ে দিপালী চন্দ্র মনি দাসের (২৩) বিয়ে হয় দেলদুয়ার উপজেলার নয়াচর ঋষিপাড়া গ্রামের মৃত নেপাল চন্দ্র মনি দাসের ছেলে রাম চন্দ্র মনি দাসের। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। বুধবার সন্ধ্যায় উভয়ের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে রাম চন্দ্র মনি দাস স্ত্রীর গলা টিপে ধরেন। এতে শ্বাসরোধে মৃত্যু হয় তার।

খবর পেয়ে দেলদুয়ার থানার পুলিশ লাশ উদ্ধার করে। সেই সঙ্গে রাম চন্দ্র মনি দাসকেও আটক করে।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, স্বামী গলা টিপে স্ত্রীকে হত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্ত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী রাম চন্দ্রকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের বাবা দুলু চন্দ্র মনি দাস বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Print Friendly

Related Posts