নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চর ও নিম্নাঞ্চল প্লাবিত

ইফতেখার শাহীন: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়াারের পানিতে বরগুনার নিম্নাঞ্চল ও চর এলাকা তলিয়ে গেছে। বেড়িবাঁধের বাহিরে অবস্থিত বসতঘর, আবাসন ও আশ্রায়নের বাসিন্দারা ভাসছে জোয়াারের পানিতে।

বরগুনা জেলার তালতলী ও পাথরঘাটায় যে সকল এলাকায় বেড়িবাঁধ ভাঙা অবস্থায় রয়েছে ওই সকল এলাকায় জোয়ার আর বৃষ্টির পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বরগুনা-বড়ইতলা এবং পুরাকাটা-আমতলী ফেরীর গ্যাংওয়ে জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

বৃষ্টির পানিতে বরগুনা পৌরসভার চরকলোনী হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের শ্রেণি কক্ষ পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় সেখানে চলছে শিক্ষার্থীদের পাঠদান।

পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে,  মঙ্গলবার সকাল ৯ টা থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে জেলার  বিষখালী, বুড়ীশ্বর ও বলেশ্বর ৩ টি নদীর জোয়ারের পানি স্বাভাবিক অবস্থার চেয়ে ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Print Friendly, PDF & Email

Related Posts