বরগুনার ঐতিহ্যবাহী সার্বজনীন কালিবাড়ি মন্দিরের নতুন কমিটি গঠন

ইফতেখার শাহীন: সুখরঞ্জন রায়কে সভাপতি ও শাওন মুতাইতকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিস্ট বরগুনার ঐতিহ্যবাহি সার্বজনীন কালিবাড়ি মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর ) সার্বজনীন কালিবাড়ি মন্দির কমিটির আহবায়ক এ্যাডভোকেট ভূবন চন্দ্র হালদার পিপি স্বাক্ষরিত এক অবগতি পত্রের মাধ্যমে এই গঠিত কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর সার্বজনীন কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে এ্যাডভোকেট ভূবন চন্দ্র হাওলাদার, পিপি,কে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এ্যাডভোকেট সম্পা দেবনাথ এপিপি, বাবু রবীন চন্দ্র মুতাইত, বাবু বিজয় মাস্টার, বাবু নিমাই রায়।

আহবায়ক কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে ও সকল সাধারণ সদস্যদের সমর্থনে ৩ বছর মেয়াদি নতুন মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts