ইফতেখার শাহীন: বরগুনার তালতলীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ৭ দফা দাবি না মানায় পাওয়ার চায়নায় কর্মরত তিন সহস্রাধিক শ্রমিক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটি বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) তালতলী শাখা, সোমবার সকাল ৮ টায় উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের অংকুজানপাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ফটক থেকে শুরু করে প্রথম ফটক পর্যন্ত এ কর্মবিরতি ও বিক্ষোভ করেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর শ্রমিকরা ৩ দিনের আল্টিমেটাম দিয়ে পাওয়ার চায়না কোম্পানির কাছে ৭ দফা দাবি জানান। তারা বলেন, শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা ডিউটি করতে হবে, আটঘন্টা পরে অতিরিক্ত সময় ওভারটাইমে দ্বিগুণ মজুরি দিতে হবে। বিনা কারনে চাকরি থেকে ছাঁটাই ও প্রতি সপ্তাহে শুক্রবার ছুটি দিতে হবে এবং কাজ শেষে শ্রমিকদের পাওনা পরিশোধ ও নামাজের স্থান, বিশুদ্ধ খাবার পানিসহ ৭ দফা দাবি তিন দিনের মধ্যে না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে লিখিতভাবে দাবি করেন কোম্পানির কাছে।
বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি) তালতলী শাখার সভাপতি মো. জাফর বলেন, গত তিনদিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষ দাবি না মানায় কর্মবিরতি চালিয়ে যাচ্ছে শ্রমিকরা। তিন দিন অতিবাহিত হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই শ্রমিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হয়েছে।
স্টিকোল কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক মি. হাও দায়সারা বক্তব্য দিয়ে বলেন, যদি পাওয়ার চায়না কোম্পানি শ্রমিকদের দাবি মানে তাহলে আমরাও দাবি মানব।