বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামুল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজনিন আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ,আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সরকার আরিফু্জ্জামান ফারুক,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি একে আজাদ খানশুর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুজন খানশুর, কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক,সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুর রহমান সোহেল, রফিকুল ইসলাম সংগ্রাম প্রমুখ।
এ সময় উপজেলার ৬৪ জন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএসপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
Print Friendly

Related Posts