বরিশালে চাঁদাবাজি মামলায় চার্জশিটভুক্ত আসামি জেলহাজতে

খান মাইনউদ্দিন, বরিশাল : গত বুধবার বরিশালে চাঁদাবাজি মামলায় চার্জশিটভুক্ত এক আসামিকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত ।

আসামি এসএবি সালাউদ্দিন আহম্মেদ (৫২) বিসিসি’র ২১নং ওয়ার্ডস্থ কোতয়ালী থানাধীন পুরাতন পাসপোর্ট গলির বাসিন্দা মৃত মৌলভী আঃ রশিদ এর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৫নং ওয়ার্ডস্থ পলাশপুরের বাসিন্দা দেওয়ান আব্দুল ওহাব চাঁদা দাবি ও খুন-জখমের হুমকীর অভিযোগ এনে ২০২১ সালের ১২ জানুয়ারী একটি মামলা দায়ের করেন। মামলায় বরিশাল নগরীর বাসিন্দা এসএবি সালাউদ্দিন আহম্মেদ ও বাকেরগঞ্জের কৃষ্ণকাঠী গ্রামের বাসিন্দা মোঃ শিহাব উদ্দিনসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়। পরবর্তীতে দীর্ঘ তদন্তের পর বরিশাল কোতয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই শাহজালাল ঘটনার সত্যতা পাওয়ায় আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। গত বুধবার আসামী এসএবি সালাউদ্দিন আহম্মেদ জামিনের আবেদন করলে অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এছাড়া আসামীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা চলমান আছে বলে জানাগেছে।

Print Friendly

Related Posts