এবার পূজায় স্নেহার চার গান

আহমেদ সাব্বির রোমিও : শিশু শিল্পী স্নেহা দাস অর্পিতার গাওয়া চারটি গান মুক্তি পাবে উৎস প্রোডাকশন্স এর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ।

নারায়ণগঞ্জ শহরের বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্নেহার সঙ্গীতের হাতেখড়ি মা শিপ্রা দাসের হাতে মাত্র চার বছর বয়সে। এরপরে একে একে তালিম নিয়েছে সঙ্গীত শিক্ষক অভিজিত দেব, নিরঞ্জন চক্রবর্তীর কাছ থেকে ।

বাবা অজিত দাস একজন সরকারি কর্মকর্তা হলেও অত্যন্ত সাংস্কৃতিকমনা মানুষ। বাবার উৎসাহে সঙ্গীত চর্চায় নিজেকে বেগবান করেছে স্নেহা।

বর্তমানে স্নেহা উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে তালিম নিচ্ছে, সরকারি সঙ্গীত শিক্ষা কলেজের উচ্চাঙ্গ সঙ্গীত বিভাগের প্রভাষক সাইফুল তানকারের কাছে।

স্নেহা জানায়, আসছে পূজায় তার গাওয়া চারটি গান মুক্তি পেতে যাচ্ছে। যে গানগুলোর মাঝে একটি মৌলিক, একটি পূজার আগমনী সঙ্গীত এবং অপর দুটি আধুনিক গানের কভার সং । মৌলিক গানটি লিখেছেন রানা ইব্রাহীম। সুর করেছেন অনিম খান। সবগুলো গানই কম্পোজ করেছেন অনিম খান ।

এখন স্নেহার একটাই স্বপ্ন, সেটা হলো একজন আদর্শ সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। সে কারণেই লেখাপড়ার পাশাপাশি পুরোটা সময় পার করছে সঙ্গীত চর্চার পিছনে।

Print Friendly

Related Posts