প্রায় দুই যুগ আগে বন্ধ হয়ে যাওয়া দৈনিক বাংলা নতুন আঙ্গিক ও ব্যবস্থাপনায় প্রকাশিত হতে যাচ্ছে।
বুধবার (৬ অক্টোবর) একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক তোয়াব খান পত্রিকাটির সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।
দেশ স্বাধীন হওয়ার পর দৈনিক পাকিস্তান থেকে বদলে হওয়া দৈনিক বাংলার প্রথম সম্পাদকও ছিলেন তোয়াব খান। ১৯৫৩ সালে সাংবাদিকতায় আসা এই বর্ষীয়ান সাংবাদিক বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন।
সম্পাদকের দায়িত্ব নেওয়ার সময় তোয়াব খানকে ফুল দিয়ে স্বাগত জানান দৈনিক বাংলার সম্পাদকমণ্ডলীর সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত। এ সময় পত্রিকাটির নির্বাহী সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক হাসান ইমাম রুবেল, বার্তা প্রধান সঞ্জয় দেসহ দৈনিক বাংলা ও নিউজবাংলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।