আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: সারা দেশের মতো টাঙ্গাইলেও আজ সোমবার (১১ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। ইতিমধ্যেই শেষ হয়েছে প্রতিমা তৈরী ও মন্ডপ সজ্জার কাজ।
আনুষ্ঠানিকতা শেষে সন্ধার পরেই পূজারী ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে পূজামন্ডপগুলো।
রোববার (১০ অক্টোবর) পূজামণ্ডপগুলোতে দেবীর বোধন অনুষ্ঠিত হয়।
সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে সারাজেলায় উৎসাহের আমেজ শুরু হয়ে গেছে। এবার জেলার ১২ উপজেলার ১ হাজার ২৪০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১২ অক্টোবর) মহা সপ্তমী, পরশু বুধবার (১৩ অক্টোবর) মহা অষ্টমী, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মহা নবমী এবং শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়া দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই উৎসববের।
জেলার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশ ও র্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনীও দায়িত্ব পালন করছেন।