আসন্ন মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন কিনেছেন উপজেলা যুব মহিলালীগের আহবায়ক নুসরাত ইসলাম নুপুর।
রোববার ( ১৭ অক্টোবর) বিকেলের দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, সুলতানুল আযম আপেল, দপ্তর সম্পাদক এতেহশাম হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ইনসান মোল্লা বলেন, নুপুরের বাবা বীরমুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম নুরু একাধিকবার দিঘী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মা সালেহা বেগম বর্তমানে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে অতপ্রতোভাবে জড়িত। আমরা আশা করছি এবার এলাকার উন্নয়নে নুপুরকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।
আব্দুর রাজ্জাক বলেন, নুসরাত ইসলাম নুপুর শিক্ষিত ও রুচিশীল রাজনীতি করেন। তিনি তৃনমূলের প্রতিটি কর্মীর খোঁজখবর রাখেন। এমন একজনকে দলীয় প্রতীক নৌকা দিলে আওয়ামীলীগের রাজনীতি যেমন বেগবান হবে অপরদিকে এ ইউনিয়নের উন্নয়নও সাধন হবে।
সাবেক ছাত্রলীগ নেতা মো. নাদিম খান বলেন, পারিবারিকভাবে নুসরাত ইসলাম নুপুরের পরিবার আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের সাথে মতবিনিময় করেছেন। এছাড়া সামাজিক নানা কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সবকিছু বিচার বিশ্লেষণ করে আশা করি তাকেই দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে।
এ বিষয়ে নুসরাত ইসলাম নুপুর বলেন, মরহুম বাবা এ ইউনিয়ন নিয়ে অনেক কাজ করেছেন। তার আরো কাজ করার স্বপ্ন ছিলো। এ ইউনিয়নের মানুষের উন্নয়নে বাবা অপূর্ন কাজগলো সমাপ্ত করতে চাই। আওয়ামীলীগ একটি বড় রাজনীতিক দল। এখানে একাধিক প্রার্থী থাকতেই পারে। তবে আমার বিশ্বাস এলাকার মানুষের উন্নয়ন দল আমাকে মনোনয়ন দিবেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারীদের অংশগ্রহন বাড়ছে এটি ভালো দিক। তবে একাধিক প্রার্থী থাকায় নেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী একজনকেই নৌকা প্রতীক দেওয়া হবে। স্বচ্ছ ও পরিচ্ছন্ন ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেড এইচ সি/মানিকগঞ্জ