আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে স্নেহালতা (৯৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন ।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার গুণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসযাত্রী স্নেহালতা (৯৫) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের বাসিন্দা।
প্রত্যেক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক সুপার সার্ভিসের একটি বাস ঘাটাইল উপজেলার গুণগ্রাম ব্রিজের উত্তরপাশে এসে চালক গাড়ীটির নিয়ন্ত্রণ হারান। গাড়িটি গতি বেশি থাকায় মূল সড়ক থেকে প্রায় ২০ ফুট নিচে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
শুরুতে স্থানীয়রা পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে বাসের যাত্রীদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে (৯৫) নামে এক বৃদ্ধাকে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মধুপুরে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। চিকিৎসার জন্য গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাটাইল থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।