টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ। ইতিমধ্যে কোন গ্রুপে খেলবে টাইগাররা সেটাও নিশ্চিত। ওমানের প্রথম পর্ব শেষ করে মূল পর্বে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে দুবাইতে ক্রিকেটারদের বহনকারী বিমানটি অবতরণ করে।
মূল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথম পর্বের গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন। গ্রুপ এতে থাকা দলগুলোর মধ্যে পয়েন্ট এবং রান রেটে সবার উপরে থাকা শ্রীলঙ্কা বাংলাদেশের প্রতিপক্ষ।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ গ্রুপ ‘এক’ জায়গা করে নেওয়ায় অনেকের মাঝে স্বস্তির দেখা মিলেছে। ধারণা করা হচ্ছে এশিয়ার বাইরের দল বেশি থাকায় লড়াইটা বেশ জমজমাট হতে পারে বাংলাদেশের জন্য। এ ছাড়াও মূল পর্বের প্রথম পাঁচ ম্যাচে দুটি করে শারজাহ, আবুধাবিতে এবং একটি ম্যাচ দুবাইতে হওয়ায় কিছুটা সুবিধা পেতে পারে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট।
যেহেতু বাংলাদেশের মূল পর্বের গ্রুপ নিশ্চিত হয়েছে। সেহেতু আগামী ২৪ অক্টোবর প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওইদিন বিকেল ৪টায় গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে আসা দলটির মুখোমুখি হবে টাইগাররা। সে হিসেবে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা।