শায়েস্তাগঞ্জে তৃণমূল নারীদের কল্যাণে কাজ করছে মহিলা আ.লীগ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, হবিগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন।

সভায় পৌর কাউন্সিলর জালাল উদ্দিন মোহন, আব্বাস উদ্দিন তালুকদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, আওয়ামী লীগ নেতা সৈয়দ এবাদুল হক শাহীন ও মহিলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেত্রীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্যে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন- শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছিল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসায় পর্যায়ক্রমে উপজেলা হয়েছে। ওলিপুরে গড়ে উঠেছে শিল্পাঞ্চল। বর্তমানে পুরুষদের পাশাপাশি নারীদেরও কর্মসংস্থান হচ্ছে। শায়েস্তাগঞ্জের তৃণমূল নারীদের কল্যাণে কাজ করছে উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীরা।

মামুন/হবি

Print Friendly, PDF & Email

Related Posts