বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ইফতেখার শাহীন: বরগুনায় জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বরগুনা পুলিশ সুপারের কার্যালয় হতে এক বর্নাঢ্য র‍্যালি বের হয়ে পুলিশ লাইন্সে এসে শেষ হয়। পরে পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেব নাথ শম্ভু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরগুনা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃধা প্রমূখ।

এছাড়া আলোচনা সভায় বিভিন্ন মতামত ব্যক্ত করেন জেলার ৬ টি উপজেলা থেকে আগত কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সম্পাদক ও সদস্যরা। সবশেষে বরগুনা জেলায় নির্বাচিত দু’জন শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম খাঁন ও বরগুনা সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাসিকে ক্রেষ্ট ও সনদ দিয়ে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেহেদী হাসান।

Print Friendly

Related Posts