মো. রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওয়ার্ল্ড ব্যাংক ও পিকেএসএফ এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই বাংলাদেশের বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর ৪০ জন উদ্যোক্তা সদস্যদের পরিবেশসম্মত গোয়াল ঘর সংস্কারের জন্য প্রতিজনকে ১৪ হাজার করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এছাড়াও ধামরাই উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ কমান্ড অফিসের জন্য রিভলভিং চেয়ার উপহার, কিশোর-কিশোরী ক্লাবে ফুটবল, ব্যাডমিন্টন সেট, দাবা ও খেলার রশি উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সুতিপাড়া ফারমার্স ট্রেনিং সেন্টারে (এফটিসি) এই সামাজিক অনুষ্ঠানটি হয়েছে।
এসময় এসডিআই বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. সামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান,ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সম্পাদক স্বপন প্রমুখ।