ইউপি নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ: এবাদুল করিম এমপি

জ.ই বু্লবুল : নৌকা প্রতীক পেয়ে নিজেকে বিজয়ী না ভেবে, জনগণের কাছে গিয়ে ভোট প্রার্থণা করুন, নবীনগরে আগামী ইউপি নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ। জনগনই নির্ধারণ করবেন কে হবেন চেয়ারম্যান।

শনিবার (৩০ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল এ কথা বলেন।

তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করায় নবীনগরে গত এক বছরে কোন দাঙ্গা হয়নি, বর্তমানে নবীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আলীয়াবাদ-শিবপুর-রাধিকা সড়ক ও সিতারামপুর ব্রীজসহ বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ চলছে। স্বাস্থ্য বিভাগের মান উন্নত হচ্ছে, শিক্ষার মান বাড়াতে সকলকে সচেতন হবে। নবীনগর সদরকে যানজট মুক্ত করতে সকল পদক্ষেপ নেওয়া হবে এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোন গাড়ি চলতে দেওয়া হবেনা। নবীনগর শহরের ভিতর নতুন রাস্তা তৈরি করতে আমরা কাজ করছি।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিকের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাড. শিবশংকর দাস, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক ও শিউলী রহমান, সহকারী কমিশনার ভূমি মো. মোশারফ হোসাইন, ওসি আমিনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, ইউপি চেয়ারম্যান মৌসুমী আক্তার ও ফিরোজ মিয়া।

Print Friendly

Related Posts