দুর্ঘটনারোধে বাহুবলে কলেজ শিক্ষার্থীদের নিয়ে হাইওয়ে পুলিশের সভা

হবিগঞ্জ প্রতিনিধি: মহাসড়কে দুর্ঘটনারোধে হবিগঞ্জ জেলার বাহুবল কলেজে শিক্ষার্থীদের নিয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগের সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বক্তব্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন- মহাসড়কে সার্বক্ষণিক গাড়ী চলাচল করে। তাই সর্তকতার সাথে সড়কে চলাচল করতে হবে। দুর্ঘটনারোধে জনসচেতনতা বাড়াতে হবে। সবাই মিলে একযোগে কাজ করলে দুর্ঘটনা রোধ করা সম্ভব।

তিনি বলেন- হাইওয়ে পুলিশ মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত আছে। মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান আছে। সেই সাথে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রব শাহিনসহ কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হাইওয়ে পুলিশের এসব উদ্যোগের প্রশংসা করেছে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা।

মামুন/হবি

Print Friendly, PDF & Email

Related Posts