সোমভাগ ইউনিয়নে বেশির ভাগ তরুণই নৌকা সমর্থক

মো. রাসেল হোসেন, ধামরাই: আগামী ১১ নভেম্বর ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১০নং সোমভাগ ইউপিতে মোট তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে স্ব স্ব প্রতীকে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রকার প্রতিশ্রুতি। সাধারণ ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছে প্রার্থী ও তার সমর্থকরা।

নৌকার প্রার্থী আজাহার আলী জানান, আসন্ন ইউপি নির্বাচনে তরুনদের আগ্রহ বেড়েছে নৌকায়। নৌকায় ভরসা খুজে বেড়াচ্ছেন তরুণ ভোটাররা।এলাকার তরুণরা মনে করেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনার কারনেই দেশ আজ উন্নয়নের রুল মডেল। নৌকা শেখ হাসিনার প্রতীক। তাই নৌকাই তাদের ভরসাস্থল।

৪নং ওয়ার্ডের সাজ্জাদ হোসেন সাউদি নামে একজন তরুন ভোটারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন তিনি আমাদের জনপ্রিয় একজন প্রার্থী। দুইবার তিনি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। আমরা যখনই তার কাছে কোন কাজের জন্য গিয়েছি তখনই ভালবাসা দিয়ে কাছে টেনে নিয়েছেন তিনি। হাসিমুখে কাজ করে দিতেন সবসময়। কাজ শেষ করে আমাদের হাতে চকলেট ধরিয়ে দিতেন। এবং বলতেন মাদক থেকে দূরে থাকো তাহলে তুমি ভাল থাকবে তোমার পরিবার ভাল থাকবে আমি ভাল থাকবো।

খোঁজ নিয়ে জানা গেছে, আজাহার আলী তার অফিস কিংবা বাড়ি এমনকি গাড়ীতে সবসময় চকলেট রাখতেন। রাস্তায় যখনই কোন তরুনদের সাথে দেখা হতো তখনই তাদেরকে চকলেট হাতে তুলে দিতেন। বলতেন মাদক থেকে দূরে থাকবা। এমনই ভাল আচরন করে জয় করেছে ইউনিয়নের হাজারো তরুনের মন।

নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজাহার আলী বলেন, মানুষের সেবা আর ইউনিয়নবাসীর উন্নয়নের লক্ষ্য নিয়ে রাজনীতি করে আসছি। আমি মনে করি দেশের উন্নয়নের চাকা সচল রাখতে হলে নৌকার বিকল্প নেই। দেশ এখন ডিজিটাল হয়েছে। তরুনরা দেশের উন্নয়ন দেখে নৌকায় ভরসা খুঁজে পেয়েছে। তাদের এমন সিদ্ধান্তকে আমি সম্মান করি।

Print Friendly, PDF & Email

Related Posts