যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রুপ ২১ এর সভাপতি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ গ্রুপ ২১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন অ্যাড. এম এ মজিদ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চারদিন ব্যাপী এক সেমিনারে অংশগ্রহণের জন্য মঙ্গলবার (৯ অক্টোবর) ভোর ৩টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে হওয়ানা হয়েছেন।

লায়ন অ্যাড. এম এ মজিদ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১১-১৪ অক্টোবর চার দিন ব্যাপী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবেন।

তিনি জাতীয় সাংবাদিক সোসাইটিরও চেয়ারম্যান। জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব এবং আন্তর্জাতিক বিষয়ক সচিব সীমা ভৌমিক আয়োজিত ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক মতবিনিময় ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও ১৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে নৈশভোজে অংশগ্রহণ করবেন।

অ্যামনেস্টি ইন্টান্যাশনাল এর সেমিনার এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এম এ মজিদ তার পুত্র ন্যাশন্যাল ইনিস্টিটিউট অব হেলথ (এন.আই.এইচ) এর বায়োইঞ্জিনিয়ারিং রিসার্চ ফেলো ড. আব্দুল কাদের সাগরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকটি স্টেটসহ কানাডার রাজধানী টরেন্টো ভ্রমণ শেষে ১ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশে ফিরবেন।

Print Friendly, PDF & Email

Related Posts