টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্স কেন এত খারাপ হলো সেটির কারণ অনুসন্ধানে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।
এনায়েত হোসেন সিরাজ ও জালাল ইউনুসকে দেওয়া হয়েছে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের পেছনের কারণ বের করার দায়িত্ব। তারা দু’জনই বিসিবির অভিজ্ঞ পরিচালক।
তদন্ত কমিটি বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে ওমান ও সংযু্ক্ত আরব আমিরাতে টাইগারদের পারফরম্যান্স কেন এমন হলো তার কারণ খুঁজে বের করবেন।
বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ কোনো ম্যাচই জিততে পারেনি। পাঁচ ম্যাচ হেরে ফিরেছে দল। বাছাইপর্ব পেরোতেই কঠিন চ্যালেঞ্জে পড়েছিল দল।
স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর স্বাগতিক ওমানের সঙ্গে পেরে উঠছিল না মাহমুদউল্লাহ রিয়াদের দল। বিশ্বকাপ অভিযানে যাচ্ছেতাই ফল নিয়ে খেলোয়াড়রা দেশে ফেরার পর থেকেই চলছে ব্যর্থতার কারণ অনুসন্ধান। সেজন্য আনুষ্ঠানিকভাবে কমিটিও গঠন করল বিসিবি।