বাপা ও তিস্তা নদী রক্ষা কমিটির উদ্যোগে ডিমলায় জনসভা শুক্রবার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও তিস্তা নদী রক্ষা কমিটির যৌথ উদ্যোগে শুক্রবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার দোহলপাড়া আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে জনসভা আহ্বান করা হয়েছে।

“তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থান, জীবন উন্নয়ন ও তিস্তা নদীর পরিবেশ বান্ধব টেকসই উন্নয়নের” দাবীতে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিমলা উপজেলা চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউর রহমান, চলনবিল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান, ডিমলা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, খগ্য খড়ি বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ডিমলা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার।

সভাপতিত্ব করবেন বাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তিস্তা নদী রক্ষা কমিটি’র সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তিস্তা নদী রক্ষা কমিটি’র সাধারণ সম্পাদক মানিক রহমান সাজু।

এছাড়াও আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিগণ এবং তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্থসহ তিস্তা পাড়ের সর্বসাধারণ এতে যোগদান করবেন।

তথ্যসূত্র: ডা. মো. আব্দুল মতিন, নির্বাহী সহ-সভাপতি: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)

Print Friendly

Related Posts