জহুর চান বিবি মহিলা কলেজের প্রাচীর ফেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের দীর্ঘ এক যুগ পূর্বে নির্মিত সীমানা প্রাচীর ফেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ছাত্রলীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- প্রতিদিনের বাণীর সম্পাদক শিক্ষানুরাগী মোহাম্মদ শাবান মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাজী সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন, প্রভাষ শামীমা আক্তার, প্রভাষক কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান বিলাল, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল হক লিটন প্রমুখ।

বক্তারা বলেন- জহুর বিবি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির। এ কলেজ নারী শিক্ষা বিরাট ভূমিকা পালন করে আসছে। এখানে কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত করার জন্য এ গভীর ষড়যন্ত্র করা হয়েছে। বক্তারা প্রশাসনের কাছে এ সুষ্ঠু বিচার দাবি করেন। অন্যথায় বৃহৎ কর্মসূচি নেওয়ার কথা জানান।

মামুন/হবি

Print Friendly

Related Posts