মুক্তি পেতে যাচ্ছে ‘ফ্রেশ’ নিবেদিত নতুন সিনেমা ‘নোনাজলের কাব্য’

আগামী শুক্রবার (২৬ নভেম্বর) মুক্তি পেতে যাচ্ছে নতুন বাংলা সিনেমা ‘নোনাজলের কাব্য’ (The Salt in Our Waters)।

সিনেমাটির টাইটেল স্পনসর হিসেবে থাকছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর ব্র্যান্ড ‘ফ্রেশ’। এর আগে ২৫ নভেম্বর স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার)-এ সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।

রেজওয়ান শাহরিয়ার সুমিতের চিত্রনাট্য ও নির্দেশনায় ‘নোনাজলের কাব্য’ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া ও তাসনোভা তামান্না।

এছাড়াও সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার গল্পে আবর্তিত সিনেমাটির শুটিং হয়েছে পটুয়াখালীতে। ‘নোনাজলের কাব্য’ ইতিমধ্যেই লন্ডন, বুসান ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসিত হয়েছে।

২৬ নভেম্বর ‘নোনাজলের কাব্য’ একযোগে স্টার সিনেপ্লেক্স-এর সবগুলো শাখা, ব্লকবাস্টার সিনেমা (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), সিনেমাস্কোপ (নারায়ণগঞ্জ), সিলভারস্ক্রিন (চট্টগ্রাম)-এ সবার জন্য প্রদর্শিত হবে।

Print Friendly

Related Posts