রাওস ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইল জেলার সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজ পাড়া এলাকায় রাওস ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার উদ্যােগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার করটিয়াতে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্যদের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাওস ফাউন্ডেশন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনছারী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম, অবসরপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মো. আশরাফ আলী, বীরমুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল্লাহ মিয়া, বীরমুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার জসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার শ্রী নিত্যানন্দ শীল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শওকত আলী সহ প্রমুখ।

আরিফুল/টাঙ্গাইল

Print Friendly, PDF & Email

Related Posts