সন্তান প্রসবের কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষা দিলেন প্রসূতি

নিজস্ব প্রতিবেদক: সন্তান প্রসবের পরও পরীক্ষায় অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বরিশালের বানারীপাড়ার এক এসএসসি পরীক্ষার্থী।

রোববার (২২ নভেম্বর) ছিলো এবারের এসএসসি পরীক্ষার শেষ দিন। এইদিন ভোরে প্রসব বেদনা শুরু হলে পরীক্ষার্থীকে জরুরী ভিত্তিতে চাখার ১০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিক ভাবেই সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সন্তান প্রসব করেন তিনি।

পরীক্ষার মাত্র কয়েক ঘণ্টা পূর্বে সন্তান প্রসব করলেও ওইদিনের পরীক্ষা দেওয়া থেকে তাকে বিরত রাখা যায়নি। নবজাতককে হাসপাতালে রেখেই তিনি সকাল ১০টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। শেষ পরীক্ষায় অংশ নিয়ে তিনি সবাইকে অবাক করে দেন।

পরীক্ষার্থীর বাবা জানান, ছেলে সন্তান প্রসবের এক ঘণ্টা পরই তার মেয়ে শারীরিকভাবে সুস্থ দাবি করে তার শেষ এসএসসি পরীক্ষা দেয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন। তাই তাকে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার মেয়েটি ছোট বেলা থেকেই লেখাপড়ায় ভাল বলে জানান বাবা।

চাখার এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব মোঃ জিয়াউল হাসান বলেন, পরীক্ষার প্রতি ওর আগ্রহ দেখে আমি অভিভূত। সে স্বাভাবিকভাবে ঠিক সময়ই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আজিম জানান, মেয়েটি মেধাবী। তার পারিবারিক আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। নবম শ্রেণিতে পড়া অবস্থায় বিয়ে হয়। তার হাসবেন্ড বর্তমানে ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে কাজ করছে।

সন্তান প্রসবের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সিষ্টি হয়েছে। পরীক্ষার্থীর শ্বশুরবাড়িতে তাদের ছেলে সন্তান দেখার জন্য ওই এলাকার লোকজন ভিড় জমাচ্ছে।

Print Friendly, PDF & Email

Related Posts