যানজট নিরসনে কার্যক্রম অব্যাহত রাখতে হবে

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে যানজট নিরসনে সম্প্রতি নতুন ব্রিজ ও ওলিপুরে উচ্ছেদ অভিযান চালানো হয়। মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ায় যানজট অনেকটা নিরসন হয়েছে। কোনভোবেই সড়কের পাশে অবৈধ স্থাপনা করতে দেওয়া যাবে না। যানজট নিরসনে কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
মঙ্গলবার (২৩ নবেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা শায়েস্তাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন- মাদক সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের টাকার জন্য একশ্রেণির লোকেরা অপরাধে জড়িয়ে পড়ে। যেকোন মূল্যে মাদক নির্মূল করতে হবে। এ ব্যাপারে কোন প্রকারের ছাড় দেওয়া চলবে না।
তিনি বলেন- আমরা জনপ্রতিনিধি ও প্রশাসন মিলে এলাকার উন্নয়নে কাজ করি। আর সাংবাদিকদেরকে দেশের স্বার্থে লিখে যেতে হবে। এখানে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করলে দেশের বিরাট ক্ষতি। ওলিপুরের উচ্ছেদ অভিযানে বিপুল পরিমাণ সরকারি জমি উদ্ধার হয়েছে। এ বিষয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করা ঠিক হবে না। তথ্য যেনে সঠিকভাবে সংবাদ প্রকাশ করতে হবে। এছাড়া পৌরসভার ভেতরে গাড়ী থেকে টোল আদায় করা যাবে না। এ বিষয়ে আইন মেনে পরবর্তী কার্যক্রম পরিচালনা করুন।
এমপি আবু জাহির বলেন- আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই শায়েস্তাগঞ্জ ইউনিয়ন থেকে উপজেলা হয়েছে। শুধু তাই নয়, ওলিপুরে গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে লাখো লোকের। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোটি কোটি টাকা বরাদ্দে শায়েস্তাগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফারুক আহমেদ, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার।
উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোতাহার হোসেন, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বুলবুল খান, নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রমাপদ দে, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, দাউদনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান মাসুক, প্রধান শিক্ষক আবিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী, সমাজসেবক মাসুদউজ্জামান মাসুক, মহিলা মেম্বার পান্না ইসহাক, সমাজসেবক ইসহাক আলী সেবন, মহিলা মেম্বার মোমেনা খাতুন প্রমুখ।
মামুন/হবি
Print Friendly

Related Posts