মানিকগঞ্জে ফরেনসিক ও বৈজ্ঞানিক সাক্ষ্যের ব্যবহার শীর্ষক আলোচনা

হিউম্যানিটি ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে ফৌজদারী বিচার ব্যবস্থায় ফরেনসিক ও বৈজ্ঞানিক সাক্ষ্যের ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর)  বিকেলে মানিকগঞ্জ জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হিউম্যানিটি ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবিবের সঞ্চালনা এবং অ্যাডভোকেট মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন ফৌজদারী বিচার ব্যবস্থায় ফরেনসিক ও বৈজ্ঞানিক সাক্ষ্যের ব্যবহার শীর্ষকের তিন ঘন্টাব্যাপী আলোচনা সভা পরিচালনা করেন।
এসময় মানিকগঞ্জের যুগ্ম জেলা জজ ওবায়দা খানম, সিনিয়র সহকারী জজ সুবর্না সেন জ্যোতি, সিনিয়র সহকারী জজ আইভি আকতার, হিউম্যানিটি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ সফিকুর রহমান, হিউম্যানিটি ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর-এ-আরেফিন মামুন এবং মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির অর্ধশত আইনজীবীরা এসময় উপস্থিত ছিলেন।
জেডএইচসি/ মানিকগঞ্জ
Print Friendly

Related Posts