ভোট দিলেন শতবর্ষী আমীর হামজা

আরিফুল ইসলাম, টাঙ্গাইল: বয়স শতকের ঘর ছাড়ালেও চোখে এখনও মোটামুটি দেখতে পান। তবে লাঠিতে ভর করেও বেশিক্ষণ হাটতে পারেন না।কিন্তু তারপরেও ভোট বলে কথা। তাকে দমিয়ে রাখতে পারেনি বয়স, শারীরিক দুর্বলতা।

সরেজমিনে রোববার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১  টার দিকে কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করতে এসেছেন শতবর্ষী আমীর হামজা।

আমীর হামজা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে।

আমীর হামজা বলেন, সমবয়সী কেউ আর বেঁচে নেই।যখন যুবক ছিলাম বন্ধুদের নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসতাম।এখন আর সে সময় নেই বয়স হয়ে গেছে, শেষ বয়সে কেন্দ্রে এসে ভোট দিতে পেরে ভালো লাগছে।চোখে তেমন দেখতে পাই না, লাঠিতে ভর করেও বেশিক্ষণ হাটতে পারি না।বয়স শতকের ঘর ছাড়িয়েছে।পাকিস্তান আমল থেকে ভোট দেয়।ভোট দিলাম খুব আনন্দ লাগছে।পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগছে।কথার এক পর্যায়ে নিজের বয়স ১০৬ বছর বলে জানান আমীর হামজা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় দফায় টাঙ্গাইলের ঘাটাইলে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া কালিহাতী, নাগরপুর এবং মধুপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে হবে। কালিহাতী উপজেলায় দুর্গাপুর, গোহালিয়াবাড়ী, সল্লা, দশকিয়া, নারান্দিয়া, সহদেবপুর, পাইকড়া, বল্লা, কোকডহরা, নাগবাড়ী; নাগরপুর উপজেলায় সহবতপুর, গয়হাটা, বেকড়া আটগ্রাম, নাগরপুর, সলিমাবাদ, দপ্তিয়র, ভাদ্রা, ধুবড়িয়া, মামুদনগর, মোকনা, পাকুটিয়া এবং মধুপুর উপজেলায় আলোকদিয়া, গোলাবাড়ী ও মির্জাবাড়ী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Print Friendly

Related Posts