ইফতেখার শাহীন: বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের সাহেবের হাওলা মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার শারিরিক শিক্ষা বিভাগের শিক্ষক মাওলানা সাইফুল ইসলামকে (৩২) যাবজ্জীবন, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান এই রায় দেন।
তথ্য প্রমাণ না থাকায় মামলার অপর আসামি রাশিদা বেগমকে খালাস দিয়েছেন আলাদত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ জানুয়ারি সাহেবের হাওলা মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম শিল্পী বলেন, ১৬ জন সাক্ষীর মধ্যে আদালতে ১২ জন সাক্ষ্য দিয়েছেন। ঘটনার সত্যতা প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। এই রায়ে ভুক্তভোগী ছাত্রী ও তার স্বজনরা খুশি।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন মোল্লা বলেন, আমার মক্কেল ন্যায় বিচার পায়নি। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চাআদালতে আপিল করবো।