বরগুনায় হানাদার মুক্ত দিবস পালিত

ইফতেখার শাহীন: শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ৯ টায় গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মোনাজাতের মাধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস।

বরগুনা প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমী, উদীচী শিল্পী গোষ্ঠী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বরগুনা থিয়েটার, মহিলা পরিষদ, রোভার স্কাউট, বিডিক্লিন, উৎসর্গ, সাইক্লিস্ট, মুক্তিযুদ্ধ জাদুঘরসহ অন্যান্য সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এ দিবসটি পালন করেছে।

এ সময় বক্তব্য রাখেন, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, পৌর মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য চিত্তরঞ্জন শীল, জেলা মহিলা পরিষদের সভা প্রধান নাজমা বেগম, সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল ও খেলাঘরের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ।

Print Friendly

Related Posts