বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১ জেলে উদ্ধার, নিখোঁজ-২০

ইফতেখার শাহীন: ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এতে কয়েক ঘন্টা পর ১ জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২০ জেলে।

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানা এফবি সাফওয়ান নামে একটি মাছ ধরা ট্রলারের মাঝি মো. মহসিন হাফিজুর রহমান নামে ওই জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করলেও ডুবে যাওয়া ওই ট্রলারটি এখন পর্যন্ত পাওয়া যায়নি।

অপর দিকে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে হাবিব পাইকারের এমবি মায়ের দোয়া ট্রলার ১০ জনকে নিয়ে ঘূর্ণিঝড় জাওয়াদের আগে সমুদ্রে মাছ শিকার করতে যাওয়ার পরে এখন পর্যন্ত সেই জেলেদেরও খোঁজ পাওয়া যায়নি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বৈরি আবহাওয়া থাকায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রোববার ৫ ডিসেম্বর ভোররাতে পটুয়াখালীর গলাচিপার দক্ষিণে সোনারচর এলাকায় ২১ জন জেলেসহ ট্রলারটি ডুবে যায়। একদিন পর সোমবার ৬ ডিসেম্বর রাত ১১ টার দিকে এক জেলে উদ্ধার হলেও বাকি ২০ জেলেসহ ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে।

Print Friendly

Related Posts