বরগুনায় বন্দুকযু‌দ্ধে জলদস্যু নিহত

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলায় র‌্যা‌বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক জলদস্যু নিহত হ‌য়ে‌ছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ১টার দি‌কে এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী র‌্যা‌ব ক্যাম্পের (র‌্যা‌ব-৮) কমান্ডার মো. সহিদুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে জলদস্যু তৎপরতা বেড়ে যাওয়ায় দস্যু নির্মুলে কাজ শুরু করে র‌্যা‌বের একটি বিশেষ টিম। গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন বাদুরতলায় কয়েকজন জলদস্যু অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করছে। শুক্রবার মধ্যরাতে বাদুরতলা এলাকায় তারা অভিযান শুরু করলে গুলি ছোড়ে দস্যুরা। র‌্যা‌বও পাল্টা গুলি চালালে পিছু হটে তারা। এরপর ঘটনাস্থলে এক দস্যুর গুলিবিদ্ধ মরদেহ পরে থাকতে দেখা যায়। এসময় তার পাশে অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। পরে তার মৃতদেহ পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যা‌ব। তবে, নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, নিহত দস্যুর মরদেহ হস্তান্তর করেছে র‌্যাব। অজ্ঞাত এই দস্যু র‌্যাবের গুলিতেও নিহত হতে পারে আবার জলদস্যুদের গুলিতেও নিহত হতে পারে।আইনি প্রক্রিয়া চলমান, এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

আইএইচ/বি

Print Friendly, PDF & Email

Related Posts