টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ২

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এক পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত এক গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন।

নিহত কাউসার আহম্মেদ (২০) মির্জাপুর উপেজলার কাহারতা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন মির্জাপুরের সোনালিয়া গ্রামের আনোয়ার হোসেন (৩২) ও মির্জাপুর এলাকার মুসলেম উদ্দিন (৫০)।

টাঙ্গাইলের ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন জানান, সকালে শহরের পার্কবাজার থেকে কাঁচামালবাহী একটি পিকাপ (ঢাকা-মেট্রো-ন ১৪-৮৪৪৭) মির্জাপুরের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি অজ্ঞাত গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশে দুমরে মুচরে গিয়ে চালক আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিকে গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআই/টাঙ্গাইল

Print Friendly, PDF & Email

Related Posts