বিশ্ব মানবাধিকার দিবসে জার্নালিস্ট এসোসিয়েশন ফর হিউমান রাইটস এর আলোচনা সভা

আব্দুল হক: ১০ ডিসেম্বর ছিল বিশ্ব মানবাধিকার দিবস। বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও- মানবাধিকারের সুরক্ষা দাও- এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার জার্নালিস্ট এসোসিয়েশন ফর হিউমান রাইটস এন্ড ওয়েলফেয়ার এর উদ্যোগে সকাল ১০ টায় রাজধানীতে ৮২/৮, উত্তর যাত্রাবাড়িস্থ অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ। বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব ফারুক আহমেদ, যুগ্ম মহাসচিব মো. বদরুদ্দোজা চৌধুরি, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন মজুমদার, নির্বাহী সদস্য আক্তার হোসেন, নির্বাহী সদস্য সাইদ হাসান, নির্বাহী সদস্য মো. আবুল কালাম, নির্বাহী সদস্য মো. মোসারফ হোসেন বাদল, নির্বাহী সদস্য মো. তারেক খান প্রমুখ।

বক্তাগণ মানবাধিকার বৈষম্য ঘুচিয়ে সাম্য ও সুরক্ষা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও নারীর বৈষম্য নিরসনের উপর আলোকপাত করেন। বিশ্বব্যাপি সকল মানুষের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Print Friendly

Related Posts